বিশেষ প্রতিবেদক : শহরের জেলা সদর হাসপাতাল সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৯৮০ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃত মাদক ব্যবসায়িরা হচ্ছেন- শহরের কলাতলীর মৃত মীর কাশেমের ছেলে মো. আবদুল খালেক, রামুর পূর্ব রাজারকুলের সুইঙ্গা বড়ুয়ার ছেলে রণ বড়ুয়া রনি ও পার্শ্ববর্তী খুরুশকুল মনুপাড়ার মো. আবদুল করিমের ছেলে মো. আনোয়ার হোসেন।
কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, ধৃত মাদক ব্যবসায়িরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সদর হাসপাতাল এলাকায় অবস্থান করেছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।