কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ও সুপ্রাচীণ শুদ্ধ সংগীত শিক্ষার প্রতিষ্ঠান, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ওস্তাদ স,আ,ম আবু বকর সিদ্দিকী প্রতিষ্ঠিত কক্সবাজার সংগীতায়তনে গতকাল শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে শিশুদের বাচিক শিক্ষার কার্যক্রম। সংগীতায়তনের সভাপতি, বিশিষ্ট সংগীত শিল্পী অধ্যাপক রায়হান উদ্দিন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বাচিক শিক্ষার কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার বেতার কেন্দ্রের জ্যেষ্ঠ উপস্থাপক, বিশিষ্ট বাচিক শিল্পী শামীম আকতার। এ সময় সংগীতায়তনে পরিচালনা পর্ষদের কর্মকর্তা-সদস্য, অভিভাবকমন্ডলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।