২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার সদর উপজেলায় ৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৮৮ টাকার বাজেট ঘোষণা

Sadar Ifterএই প্রথমবারের মতো কক্সবাজার সদর উপজেলা পরিষদ আয় ব্যয়ের বাজেট ঘোষণা করেছে। ঘোষিত বাজেটে ২০১৪-২০১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে চলতি বছরের সংশোধিত বাজেট আয় ধরা হয়েছে আট কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৮৮ টাকা। পরবর্তী বৎসরের বাজেটে আয় ধরা হয়েছে আট কোটি ১৮ লাখ ১৩ হাজার ৬শ টাকা। এছাড়া পূর্ববর্তী বছরের প্রকৃত আয় ধরা হয়েছে ছয় কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯শ ৩১ টাকা। ১৩ জুলাই বিকেলে কক্সবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ। লিখিত বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ প্রাপ্তি ১%, হাট বাজারের ইজারা লদ্ধ আয়, দোকান ও বাসা ভাড়া বাবত প্রাপ্তি, ভূমি উন্নয়ন করের ২% হতে আয়, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ভাড়া বাবত আয়, এডিপি, পরিষদ কর্মচারীদের বেতন বাবদ সরকারী অনুদান, ত্রাণ, মহিলা বিষয়ক ভাতা, সামাজিক নিরাপত্তা বিষয়ক ভাতা, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও অনুন্নয়ন বরাদ্ধ উন্নয়ন তহবিল হিসেবে হস্তান্তর খাত থেকে চলতি বৎসরের সংশোধিত বাজেটে আয় ধরা হয়েছে। তৎমধ্যে চলতি বছর সবচেয়ে বেশী আয় দেখানো হয়েছে অনুন্নয়ন বরাদ্ধ উন্নয়ন তহবিল হিসেবে হস্তান্তর সাড়ে ৩ কোটি টাকা, ১% খাতে এক কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৪৫৩ টাকা, হাট বাজারের ইজারালদ্ধ আয় এক কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৪শ টাকা, গ্রামীণ অবকাঠামো নির্মাণ খাতে এক কোটি ১৩ লাখ ৫২ হাজার ৪’শ ৬৫ টাকা। এছাড়া ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সংশোধিত ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৮শ টাকা। তৎমধ্যে সবচেয়ে বেশী ব্যয় দেখানো হয়েছে অনুন্নয়ন বরাদ্দ উন্নয়ন তহবিল হিসেবে হস্তান্তর খাতে সর্বোচ্চ তিন কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষাখাত। এই খাতে সংশোধিত ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৮ হাজার টাকা।  এদিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাজেট অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর এম.এ বারী। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুরের সঞ্চালনায় বাজেট অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, ঝিলংজার চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, পৌর কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, বিশিষ্ট সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কাশেম, মাওলানা আবদুল আউয়াল। ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, ইসলামপুরের চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, জালালাবাদের চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজী, চৌফলদন্ডীর চেয়ারম্যান মোহাম্মদ আলম, ভারুয়াখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর কাশেম, তরুণ আ’লীগ নেতা টিপু সুলতান সহ সদর উপজেলার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের মেম্বারবৃন্দ।  এদিকে বাজেট অধিবেশনে বক্তাগণ বলেন-জনগণের কথা ভেবে জবাবদিহিতার সাথে সিরিয়াসনেস থাকলে নিঃসন্দেহে ঘোষিত বাজেট বাস্তবায়ন সম্ভব। পরে আমন্ত্রিত সবাই ইফতারে শরীক হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।