কক্সবাজার সাংবাদিক ইউনিটি’র কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা সাংবাদিক মো.শাহাদত হোছাইনের সভাপতিত্বে সোমবার বিকাল ৫টায় শহরের একক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।এতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতি নিয়ে নিম্নোক্ত কমিটি গঠন করা হয়। কমিটি নিম্নরূপ : সভাপতি মো.শাহাদত হোছাইন (দৈনিক ইনানী), সহ-সভাপতি মো.ছৈয়দ নুর (দৈনিক সমুদ্রবার্তা), সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ (জয় বাংলা নিউজ২৪.কম), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক আজকের কক্সবাজার), যুগ্ন-সাধারণ সম্পাদক ওসমান গণি (সাপ্তাহিক সাগরকন্ঠ), সাংগঠনিক সম্পাদক শিপন পাল (দৈনিক কক্সবাজার), অর্থ সম্পাদক মো.ফারুক (দৈনিক সমুদ্রকন্ঠ), দপ্তর সম্পাদক ফারুক হোসাইন (কক্সনিউজটুড়ে.কম), প্রচার সম্পাদক মুহিবুল্লাহ মুহিব (দৈনিক আজকালের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (কক্সনিউজটুড়ে.কম)।
কার্যনির্বাহী সদস্য : অজিত কুমার দাশ হিমু (সাগরকন্ঠ.কম), নজরুল ইসলাম (দৈনিক আজকের কক্সবাজার), ইমরান জাহেদ (সময়ের কন্ঠস্বর.কম), মো. ফয়সাল (কক্সনিউজটুড়ে.কম), মাহমুদুল হক বাবুল (দৈনিক সমুদ্রবার্তা), হাসিবুল ইসলাম সুজন (দৈনিক সাগরদেশ), ১৭. ইফতিখার সাজিদ রোকন( দৈনিক ইনানী), মো. জালাল উদ্দিন (দৈনিক দৈনন্দিন), দেলোয়ার হোসেন বিজয় (সাপ্তাহিক সাগরকন্ঠ), এম ওসমান গণি (পালংনিউজ.কম), শাকিল (দৈনিক আমাদের কক্সবাজার)। এদিকে, অপেক্ষায়মান বাকী ৬ জনকে যাচাই-বাচাই সাপেক্ষে আগামী সভায় সর্ব-সম্মতিতে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।