১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত


শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে কক্সবাজার সাহিত্য একাডেমী আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনি ও তাদের এদেশীয় দোসরেরা তালিকা করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করলেও বাঙালিকে দাবিয়ে রাখতে পারি নি। বাংলাদেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে কর্মীর হাতে পরিণত করে দেশকে ঠিকই এগিয়ে নিয়ে যাচ্ছে।

বক্তাগণ বলেন, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, চিকিৎসক,প্রকৌশলীসহ এদেশের প্রায় ১২০০ নেতৃস্থানীয় বুদ্ধিজীবীদের রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিলো। শহিদ
বুদ্ধিজীবী তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের অবদান, তাদের আত্মত্যাগ সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে অবহিত করাতে পারলেই বুদ্ধিজীবীদের আত্ম শান্তি পাবে।

কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত স্মরণ অনুষ্ঠানে বক্তাগণ একথা বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা

সভাপতি, লোকগবেষক জনাব মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তাগন আরো বলেন, পাকিস্তানি বাহিনি ও তাদের এদেশীয় দোসরেরা তাদের পরাজয় নিশ্চিত জেনেই বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য পরিকল্পিতভাবে
বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো।

বক্তাগণ আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করা গেলেই বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত সোনার বাংলা বাস্তবায়িত হবে। আলোচনা অনুষ্ঠানে অন্যদের বক্তব্য পেশ করেন, একাডেমীর নির্বাহী ও
কক্সবাজার পিটিআই-এর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, একাডেমীর সহ-সভাপতি ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী, একাডেমীর নির্বাহী সদস্য মিজানুর রহমান সিকদার প্রমুখ। পরে রুহুল কাদের বাবুল ও কল্লোল দে চৌধুরী কবিতা আবৃত্তি করেন।

এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। একাডেমী সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর নির্বাহী ও সাধারণ

সদস্যবৃন্দ।

বিজয় দিবসের কর্মসূচি আগামী ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এক সাগর
রক্ত পেরিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি। বাংলা মাকে শত্রুমুক্ত করার জন্য ৩০ লক্ষ শহিদ হয়েছে। দুই লক্ষ মা-বোন তাদের উজ্জৎ-আভ্রু হারিয়েছে।

কক্সবাজার সাহিত্য একাডেমী মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ করবে।

একাডেমী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস পালন করবে। এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় শহিদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতার শহিদের শ্রদ্ধা জানানো হবে এবং পরে কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবসের কর্মসূচীসমূহে সাহিত্য একাডেমীর সংশিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।