২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য আধুনিক কক্সবাজারের রূপকার সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিশ্বস্থ ও আস্থাভাজন জননেতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের দিল্লীর মেদান্তহাসপাতালে কিডনির সফল অস্ত্রোপচার হওয়ায় মহান আল্লাহ রাব্বুর আলামিনের কাছে শুকরিয়া ও রোগমুক্তির জন্য ১৪ মার্চ এক দোয়া মাহফিল ও আলোচনা সভা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শামসুল আলমের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ক্যাম্পাস ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর, যুগ্ম সম্পাদক ফয়সাল রিয়াদ। এ সময় বক্তারা বলেন বর্তমান স্বৈরাচারী, অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার বাংলাদেশের জাতীয় রাজনীতির মেধা সম্পন্ন নেতা সালাহ উদ্দিন আহমেদ অবৈধ সরকারের নির্মম অত্যাচারে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের দিল্লীতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে যে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে অপচেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না। বক্তারা অবৈধ সরকারকে হুশিয়ার প্রদান করে বলেন অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে এর সঠিক জবাব দেয়া হবে। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপ¯ি’ত ছিলেন কলেজ ছাত্রদল নেতা মাসুদ হাসান রুবেল, রুবেল হোসাইন, মিজবাহ উদ্দিন, আল আসিফ, আবু বক্কর ছিদ্দিক, তারেক, মোঃ রুবেল, আল আমিন, নাজমুল, ইফতেখার উদ্দিন, জাবেদ, শামিম, আল আমিন, আব্দুর রহিম-১, আব্দুর রহিম-২, সাজন, মিনহাজ, বিজন, আব্দুল্লাহ আল জয়, মোঃ রকি প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কলেজ ছাত্রদল নেতা সানাউল হক রিপন। সিটি কলেজ ক্যাম্পাস ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহেদ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।