২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

‘কক্সবাজার হবে বিশ্বমানের তথ্য-প্রযুক্তির নগরী’


তথ্য-প্রযুক্তির ব্যাপক প্রশিক্ষণ কাজে লাগাতে পারলে কক্সবাজার বিশ্বমানের তথ্য-প্রযুক্তির নগরীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। তিনি বলেন, এই সম্ভাবনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। ইতোমধ্যে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করেছে সরকার। জেলার বিভিন্ন শিক্ষা প্রাতষ্ঠানে প্রায় ৪৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে শিক্ষার্থীরা আইসিটি বিষয়ক প্রশিক্ষন নিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে, অত্র প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেকারত্ব দূর করতে সহায়ক। ইন্টারনেট ব্যবহারে আউটসোর্সিং এর মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে শহরের বেকার তরুণরা স্বনির্ভরতা অর্জন করছে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অনুষ্ঠানের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম এবং কম্পিউটার কাউন্সিলের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার।
অনুষ্ঠানে প্রফেসর ড.মো.আবুল কাশেম বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদেরও এ বিষয়ে জানতে হবে। আমি আশা প্রকাশ করছি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অগ্রনী ভূমিকা পালন করবে।
কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার বলেন, বর্তমান সরকার এল.আই.সি.টি প্রোগ্রামের আওতায় দেশের ৩০ (ত্রিশ) হাজার শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ দিবে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ৩০০জন শিক্ষার্থী প্রথম ধাপে প্রশিক্ষণের সুযোগ পাবে। পর্যায়ক্রমে জেলার অন্যসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রশিক্ষণে অংশ নিবে।
এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট) এনামুল কবির, পরামর্শক শংকর চৌধুরী, ই.ওয়াই এর প্রকল্প পরিচালক কমল খান শারমানি, প্রকল্প পরামর্শক রাহুল দত্ত, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রধান ফাহমিদা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।