২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দুদকের সাথে এমপি কমলের বৈঠক

কক্সবাজারবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান

নীতিশ বড়ুয়া,রামুঃ কক্সবাজার শহর ও ঝিলংজাবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। কক্সবাজারে চলমান উচ্ছেদ আতংকের প্রেক্ষিতে গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারী) এমপি কমল দুদকের ঢাকাস্থ কার্যালয়ে দুদকের ডিজি’র সাথে এক বৈঠক করেন। বৈঠকে তিনি যাচাই-বাছাই না করে উচ্ছেদের কথা তোলে ধরেছেন। কক্সবাজারের ফাতের ঘোনা, জেল গেইট ও লারপাড়ায় যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তাতে প্রায় ৮০ ভাগ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেছেন, যারা পাহাড় কেটেছে তাদের পক্ষে আমার সমর্থন নাই। যারা ঝুকিপুর্ন স্থানে বসবাস করছে তাদেরকে নোটিশ সাপেক্ষে উচ্ছেদ করা যেতে পারে। কিন্তু ওই এলাকার অধিকাংশ মানুষ ৪০/৫০ বছর ধরে বসবাস করে আসছে। তাদেরকে উচ্ছেদ না করে জমিগুলো তাদের নামে বন্দোবস্ত দেয়ার দাবী জানিয়েছেন এমপি কমল।
তিনি বলেন, জমিগুলো বসবাসরত মানুষের নামেই বন্দোবস্ত করা হবে। কোন বিত্তবানকে হোটেল-মোটেল করার জন্য বরাদ্ধ দেয়া হবেনা।
বৈঠক শেষে দুদক কার্যালয়ের সামনে এক প্রেস বিফিং এ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। তিনি কক্সবাজার শহর ও ঝিলংজাবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান জানিয়ে বলেছেন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি সদয় আছেন।
কক্সবাজারবাসীকে এমপি কমল বলেন, আমার ভুমিকা আজীবন গরীব, অসহায় মানুষের পক্ষে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা- পুনর্বাসন ছাড়া কোন বসতি উচ্ছেদ হবেনা। তিনি কক্সবাজারবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পাশে থাকার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।