২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কক্সবাজারে অস্ত্রসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আবুল কালাম রনি (৩২) নামের  একজন গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি মৃত আলতাজ মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার ডিউটি করার সময় উপ- পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কক্সবাজার সদর থানাধীন২ নং ভারুয়াখালী ইউপিতে অবস্থানকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে  কক্সবাজার সদর মডেল থানাধীন ২ নং ভারুয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করিম সিকদার পাড়াস্থ জাহাঙ্গীর আলম(৪৩) ও ধৃত আসামী আবুল কালাম রনি(৩২) ভাতৃদ্বয়ের সংযুক্ত বসতবাড়ির দক্ষিণাংশে ধৃত আসামী আবুল কালাম রনি(৩২)এর শয়নকক্ষে তল্লাশী চালায়। ওই সময় আবুল কালাম রনি(৩২) এর দেখানো মতে শয়ন কক্ষের বিছানার বালিশের নিচে থেকে  একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ,একটি রামদা,একটি ছুরি, একটি লাল ও কালো টেপ দ্বারা মোড়ানো লোহার রড, উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক মো. সেলিম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।