২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজারে আগত দেশ-বিদেশী প্রশিক্ষক ও বাফুফে’র কর্মকর্তাদের মতবিনিময়

এম.জিয়াবুল হক,চকরিয়া: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের নির্দেশে বাফুফে’র অধীনে খেলোয়াড় ও কোচ এবং রেফারীদের প্রশিক্ষন দিতে কক্সবাজারে এসেছেন দেশ-বিদেশী একটি প্রশিক্ষক টিম। বুধবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র মহাসচিব আবু নঈম সোহাগ এর নেতৃত্বে বাফুফের কর্মকর্তারা দেশ-বিদেশী প্রশিক্ষক টিমের সদস্যদের নিয়ে কক্সবাজার পৌঁছেন। তাদেরকে সেখানে অর্ভ্যাথনা জানান কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি (ডিএফএ) ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

কক্সবাজার পৌঁছে বাফুফে’র কর্মকর্তারা ও দেশ-বিদেশী প্রশিক্ষক টিমের সদস্যরা কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেড়িয়াম পরির্দশন করেন। পরে তাঁরা কক্সবাজার ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ঠদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেড়িয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বিজয়ী ক্ষুদে ফুটবলার হাতে পুরস্কার তুলে দেন বাফুফে’র মহাসচিব আবু নঈম সোহাগ।

মতবিনিময় সভা শেষে কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি (ডিএফএ) ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে’র) অধীনে কক্সবাজারের খেলোয়াড় ও কোচ এবং রেফারীদের প্রশিক্ষন দিতে কক্সবাজারে এসেছেন দেশ-বিদেশী একটি প্রশিক্ষক টিম।

মুলত প্রশিক্ষন টিমটি স্থানীয় খেলোয়াড় ও কোচ এবং রেফারীদের প্রশিক্ষন দেবেন। প্রশিক্ষনে অর্জিত জ্ঞান বিকশিত করার মাধ্যমে কক্সবাজার জেলার প্রতিটি অঞ্চল থেকে তারকামানের ফুটবল খেলোয়াড় তৈরীতে ভুমিকা রাখবেন। সেইলক্ষ্যে আগামীর দক্ষতা সম্পন্ন তারকা ফুটবলার গড়তে কাজ করবে বাফুফে।

তিনি বলেন, বাফুফের নির্দেশে গতবছর প্রতিটি উপজেলা দলের অংশগ্রহনে জেলা ফুটবল লীগের সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা বাফুফের কাছে আবেদন জানাবো।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বাফুফে’র মহাসচিব আবু নঈম সোহাগ এর দৃষ্টি আকর্ষন করে কক্সবাজার জেলার ফুটবলের বর্তমান প্রেক্ষাপট সর্ম্পকে অবহিত করেন। একই সাথে তৃনমুলে ফুটবল খেলাকে জনপ্রিয় করতে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, খেলা সামগ্রী সংকট ও আর্থিক দৈন্যদশাসহ বিভিন্ন ধরণের সমস্যা তুলে ধরেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।