২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজারে ইমারত আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বার্তা পরিবেশক:

কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা না মেনে চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ( কউক) এর চেয়ারম্যান বরাবর অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী বার্মাইয়া মাঝির ছেলে আবু ছৈয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগে জানা যায়, দীর্ঘদিনের চলার রাস্তা দখল করে ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে আবু ছৈয়দ জোর খাটিয়ে
বহুতল ভবন নির্মাণ করতে দেখলে ঐ সড়কের চলাচলকারী স্থানীয় লোকজন বাঁধা দেওয়ায় বার্মাইয়া মাঝির ছেলে আবু ছৈয়দ ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের নানান ভাবে হুমকি-ধমকি দিয়েই তাদের বারন অমান্য করে ইতিমধ্যে বহুতল ভবন নির্মানের জন্য পাইলিং শেষ করেছে এবং রাস্তার উপর এসে বাউন্ডারি ওয়ালের কাজ করতেছে। ইমারত নির্মাণ বিধিমালায় রাস্তার জন্য যথাযথ জায়গা রেখে স্থাপনা নির্মাণের কথা থাকলেও রাস্তার জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণসহ বহুতল ভবন নির্মাণের কাজ করছে আবু ছৈয়দ। ফলে চলাচলের রাস্তাটি সরু হয়ে যাওয়ায় ওই সড়কে চলাচলকারী লোকজনের যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

ভবন নির্মানের আগে বাঁধা না দিলে সরু রাস্তা দিয়ে আর চলাচল করা যাবেনা। এমনকি অগ্নিকান্ডসহ বড় ধরনের দূর্ঘটনা থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব হবে না। এমতাবস্থায় সরেজমিন তদন্তপূর্বক বাংলাদেশ ইমারত নির্মাণ আইন প্রয়োগ করে স্থাপনা নির্মাণের নির্দেশনা প্রদানের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।