বিশেষ প্রতিবেদক : এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, কক্সবাজার জেলায় শুধুমাত্র ৫টি বিদ্যালয় ও ২টি মাদ্রাসা জিপিএ-৫ ও পাসের হারে ‘সেঞ্চুরি’ করতে পেরেছে। এর মধ্যে জিপিএ-৫ এ ৩টি ও পাসের হারে সমান ৪টি করে। তার মধ্যে ৪টি এসএসসিতে, ১টি এসএসসি (কারিগরি) তে ও ২টি মাদ্রাসায়।
জিপিএ-৫ এ ‘সেঞ্চুরি’ করা ৩ বিদ্যালয় হচ্ছে- কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১২৬ জন), দ্বিতীয় স্থানে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১০৯ জন) এবং তৃতীয় স্থানে চকরিয়া কোরক বিদ্যাপিঠ (১০২ জন)।
পাসের হারে ‘সেঞ্চুরি’ করা ৪ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে- এসএসসিতে টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয় (৭৬ জন), এসএসসি (কারিগরি) তে রামু বালিকা উচ্চ বিদ্যালয় (৮০ জন) এবং মাদ্রাসাতে ঈদগাঁও এজে লুৎফুল কবির (৩৬ জন) ও উখিয়ার রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা (৫৪)। শিক্ষা প্রতিষ্ঠান ৪টির শিক্ষার্থীরা জেলার মধ্যে পাসের হারে সর্বোচ্চ ১০০ শতাংশ সাফল্য দেখিয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।