২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজারে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের শহীদদের পরিবারকে তারেক জিয়ার আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের শহীদদের পরিবারবর্গকে তারেক জিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার পতনের আন্দোলনে সরকারী বাহিনীর হামলায় কক্সবাজার জেলার যেসমস্ত ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গকে প্রতি বছরের ন্যায় রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবারো আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৯এপ্রিল বৃহস্পতিবার কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি(ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন ও সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মিজানুল আলমের নেতৃত্বে কয়েকটি দলে বিভক্ত হয়ে কক্সবাজার পৌরসভা, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ছাত্রদলের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা পৌছে দেন।

তৎমধ্যে কক্সবাজার পৌরসভা ছাত্রদল নেতা শহীদ তোফায়েল আহমেদের পিতার হাতে, জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ এইচ এম তানভীরের পিতার হাতে, চকরিয়া উপজেলা ছাত্রদলের কাকারা ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের সভাপতি শহীদ মিজানুর রহমানের পিতার হাতে, চকরিয়া উপজেলা ছাত্রদলের কর্মী শহীদ সাগরের চাচার হাতে ও পেকুয়া উপজেলা পূর্ব মেহের নামা সৈকত পাড়া ছাত্রদলের কর্মী শহীদ সাজ্জাদ হোসেনের পিতার হাতে তারেক জিয়ার এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, কক্সবাজার পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুল আলম, শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাব উদ্দিন লাল্টু, যুবদল ৭নং ওয়ার্ড পূর্ব শাখা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সদস্য আবদুল্লাহ আল নোমান সাগর,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবরার ফরহাদ বাবু, ৬নং ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি মেহরাজ সিকদার,ছাত্রনেতা ইবনে সিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।