কক্সবাজারে ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্ততঃ ১৪টি ফিশিং ট্রলার ডুবে গেছে। ২৪ মে সকাল ৯ টায় আচমকা শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বাতাসের ফলে সৃষ্ট প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে এসব বোট দূর্ঘটনার শিকার হয়।
ক্ষতিগ্রস্থ মাঝি-মাল্লা ও মালিকরা জানান, রবিবার সকালে হঠাৎ বজ্রপাতসহ দমকা বাতাস বইতে শুরু করলে সাগর উত্তাল হয়ে উঠে। এসময় বাঁকখালী মোহনাস্থ সাগর চ্যানেলে চলাচলরত ১৪টি ফিশিং বোট উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। তবে উপকূল কাছাকাছি হওয়ায় মাঝি-মাল্লারা সবাই সাতরে তীরে উঠতে সক্ষম হয়। ফলে কোন প্রাণ হানি ঘটেনি।
এ বিষয়ে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ জানান, বোট দূর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড ফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ও একটানা বিকাল ৫টা পর্যন্ত চেষ্টার পর ১২টি বোট টেনে উপকূলে ভিড়াতে সক্ষম হয়। উদ্ধার হওয়া বোটগুলো মালিকরদের নিকট হস্তান্তর করা হয়েছে ।
জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বোট দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব বোট মালিক সমিতির আওতাভুক্ত নয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।