২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজারে দুই ভারতীয় নারী পাচারকারী আটক

arrest-md20150630203027

ভারতীয় ২ নারী পাচাকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের সদস্যরা। রোববার বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরতলীয় লিংকরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কবল থেকে পাচার হতে যাওয়া ২ নারীকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, ভারতের দিল্লি জেলার শক্কপুর থানার লক্ষèীনগর এলাকার অতুল হালদারের মেয়ে পূজা হালদার (১৮) ও ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ড্রলি এলাকার অনিল মোহন্তের মেয়ে লক্ষèী মোহান্ত (৬০)।
রোববার সন্ধ্যা ৬টায় র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্পের কোম্পানি অফিসার আহমেদ হোসেন মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ২ নারী পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কবল থেকে উখিয়ার কুতুপালং এলাকার শামসুল আলমের স্ত্রী রাশেদা (২৮) ও একই এলাকার এজাহার হোসেনের স্ত্রী জেসমিনকে (২২) উদ্ধার করা হয়।
কোম্পানি অফিসার আহমেদ হোসেন মহিউদ্দীন জানান, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করে ২ পাচারকারী। এরপর তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সোজা টেকনাফে চলে আসে। সেখানে তারা তিন দিন অবস্থান করে। এরপর দালালের মাধ্যমে উখিয়া থেকে ২ নারীকে নিয়ে তারা ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়।
উদ্ধার হওয়া ২ নারী জানান, ভারতের দিল্লিতে একটি ফ্যাক্টরিতে মাসে ৪০ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার কথা বলে তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। কুতুপালং ক্যাম্পের রাজ্জাক নামে এক ব্যক্তি তাদেরকে পাচারকারীদের হাতে তুলে দেন।
আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।