৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: ঘর, সীমানা প্রাচীর ভেঙে উচ্ছেদ করে বনভুমি দখলমুক্ত

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোডের মহুরিপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকা এবং কলাতলী লাইটহাউজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন পাকা সীমানা প্রাচীর এবং ঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার (৬ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের  রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, বনকর্মী এবং র‍্যাব -১৫ কক্সবাজার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, ঝিলংজার মহুরিপাড়া, চন্দ্রিমা এলাকা ও কক্সবাজার পৌরসভার লাইটহাউজ এলাকায় বন বিভাগের রক্ষিত বনভূমির পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করে আসছিল দখলদাররা। সেখানে নির্মাণাধীন স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের  রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।