
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডে কক্সবাজার সরকারি কলেজের পেছনে ডাম্প ট্রাক নিয়ে পাহাড় কেটে বনভূমি দখল করার ঘটনা ঘটেছে। একটি ভূমিদস্যু চক্র গত কয়েক মাস ধরে বনের পাহাড় ও গাছ কেটে আনুমানিক এক একরের মতো জায়গা দখল করে।
এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় রিয়াজ উদ্দিন, আমিন ও জাফর পাহাড়ের গাছ ও পাহাড় কেটে বনভূমি দখলের সাথে জড়িত। এর মধ্যে আমিনের মালিকানাধীন দুটি ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হচ্ছে। মৃত আবদুল হকের পুত্র রিয়াজ ও আমিন পাহাড় কেটে মাটিও বিক্রি করেন। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে কিছু নির্মাণ সামগ্রী জব্দ করলেও দখলদাররা ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড বন বিটের বিট কর্মকর্তা সোহেল হোসেন বলেন, পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কিছু নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে পাহাড় কেটে সরকারি জায়গা দখলের ঘটনা পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান। তবে ওই সময় কাউকে পাওয়া যায়নি। পাহাড় কাটার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. জিল্লুর রহমান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।