২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজারে বিশ্ব পানি দিবস উদ্যাপন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে বিশ্ব পানি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে কক্সবাজার পরিবেশ, মানবাধিকার ও উন্নয়ন ফোরাম। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘কাউকে পেছনে ফেলে নয়’।

২২ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এতে প্রথমে শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শন হয়। পরে ফোরামের প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও এ এইচ এম মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ আবুল মন্জুর, বাংলাদেশ বেতারের কর্মকর্তা মুসলেহ উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার।

এসময় শিক্ষার্থীদের পক্ষে পানি নিয়ে কথা বলেন তাসনিম তাসনিয়া তানহা, শবনম মোস্তাক প্রমুখ। এসময় আলোচকরা পানি, পানির দূষণ, পানির দুষাপ্রাপ্যতা, নিরাপদ পানি ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।

ফোরামের পরিচালক (সমন্বয়) আব্দুল মান্নান রানা’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী পরিচালক (তদন্ত ও পরিদর্শন) রমজান আলী। বক্তব্য রাখেন পরিচালক (প্রোগ্রাম) রুহল আমিন, সম্পাদক (দুর্নীতি ও মাদক) আরমান কাদের, সহকারী সম্পাদক (জীববৈচিত্র্য ও প্রকৃতি) জানে আলম শাকিল, সদস্য নুরুল আবছার ও বাহার উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।