কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন ইয়াবা মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে কারান্তরীণ হয়েছেন।
বুধবার বেলা ১১টায় টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তিনি টেকনাফ সদরের সাবেক মেম্বার আবদুর রাজ্জাকের ছেলে ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
সূত্র জানায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পুলিশ-বিজিবির যৌথ অভিযানে টেকনাফ পৌর এলাকায় আবদুল্লাহ আল মামুনদের নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার হয়।
ওই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন মামুন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।