১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

coxbazar_banglanews24_144142435

 কক্সবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলম (৬৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. সায়েদ হোসেন। তিনি টেকনাফ পৌর এলাকার পল্লান পাড়ার বসিন্দা।

এর আগে অসুস্থাবস্থায় এই কয়েদিকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত অবস্থায় মোহাম্মদ আলমকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

কক্সবাজার জেল সুপার মো. সায়েদ হোসেন বাংলানিউজকে জানান, ওই কয়েদি নারী ও শিশু নির্যাতন মামলায় ১৯৯৭ সাল থেকে কারাগারে ছিলেন। ২০০৩ সালে তার যাবজ্জীবন সাজা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।