কক্সবাজারে যৌথ অভিযানে নিষিদ্ধ জাল ও জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ৫ মার্চ (রবিবার) দুপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে শহর সংলগ্ন সমুদ্রের নাজিরারটেক চ্যানেল ও বাঁকখালী নদী মোহনায় এ অভিযান পরিচালনা করে। এসময় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম জানান, সাগরে নিয়মিত টহল ও নজরদারীর সময় নাজিরারটেক চ্যানেল থেকে ৫০০০ মিটার কারেন্ট জাল ও চিকন ফাঁসের নিষিদ্ধ জাল জব্দ করেন মৎস্য অধিদপ্ততর ও কোস্টগার্ড’র যৌথ টীম। বাঁকখালী নদী মোহনা থেকে এসময় ৫০ কেজি জাটকা ইলিশও জব্দ করা হয়। বিকালে নুনিয়াছড়াস্হ বাঁকখালী নদীতীরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয় ও জব্দকৃত জাটকা স্হানীয় একটি এতিমখানায় বিতরন করা হয়। কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এইচ কবির, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি আবুল কালাম ও হুমায়ুন কবির প্রমূখ এসময় উপস্হিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।