২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজারে সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীদের অব্যাহত হুমকী

কক্সবাজার শহরের সাব-মেরিন ক্যাবলস্স্থ চৌধুরী পাড়ায় এক সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীরা অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকীর মুখে পরিবারটি সন্ত্রাসীদের ভয়ে অসহায় দিনযাপন করছে। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস করছে না।
অভিযোগে জানা গেছে, উক্ত এলাকার সুলাল মল্লিক গং এর পৈত্রিক ভাবে প্রাপ্ত সম্পত্তি জবর দখলের আশায় এলাকার কিছু সন্ত্রাসী দল বেঁধেছে। তারা উক্ত পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদের জন্য বেশ’কিছুদিন ধরে নানা ভাবে হুমকী, দমকীসহ হয়রানি করে আসছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে বেশ ক’বার সূরাহা করার চেষ্টাও করা হয়। কিন্তুু সন্ত্রাসীর দল এতই বেপরোয়া যে কারো কথার কর্ণপাত তারা করেন না।
জমির মালিক সুলাল মল্লিক জানান, আমরা বংশ পরিক্রমায় দীর্ঘদিন ধরে বাপ-দাদার ভিটে বাড়িতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। নাম প্রকাশ না করার স্বত্ত্বে তিনি বলেন, সন্ত্রাসীরা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ কথা বলতে সাহস করেন না। বাপ-দাদার ভিটে ছেড়ে আমরা যাবো কোথায় ? অসহায় বলে আমাদের উপর এ অত্যাচার, নির্যাতন। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের উপর সশস্ত্র হামলা চালাতে পারে।
এ ব্যাপারে তিনি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।