কক্সবাজারসময় ডেস্কঃ
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার (৮ জুলাই) ২২৮ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। যার মধ্যে ৩৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, নেগেটিভ এসেছে ১৯৪ জনের। ৩৪ জন শনাক্তদের মধ্যে কক্সবাজারের আদিবাসী ২৪ জন, পার্বত্য বান্দরবান জেলায় সর্বাধিক ১০ জন ও রোহিঙ্গা ১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্ত হওয়া কক্সবাজার জেলার ২৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১০ জন ও কুতুবদিয়া উপজেলায় ২ জন। এছাড়াও ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ১০ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।