২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

৪৮ঘন্টার মধ্যে দোকান বুঝিয়ে না দিলে ধর্মঘটের ঘোষণা

কক্সবাজারে ৩৫ বছরের পুরাতন ভাড়াটিয়াকে উচ্ছেদের অপচেষ্টা

বিশেষ প্রতিবেদক:

দীর্ঘ ৩৫ বছরের সাতজন ভাড়াটিয়াকে নতুন নির্মিত মার্কেটে চুক্তিকৃত দোকানের দখল ৪৮ ঘন্টার মধ্যে বুঝিয়ে না দিলেকক্সবাজার শহরে ধর্মঘটের ঘোষণা দিয়ে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি ফেডারেশন।

রোববার বেলা ১২ টায় কক্সবাজার শহরের পৌরসভা মার্কেটে দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত একসংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মধুসূধন দেবনাথ বলেন, গত ১৯৮৭ সাল থেকে জনৈক এডভোকেট আব্দুলজলিলের কাছ থেকে তারা সাতজন ভাড়াটিয়া সালামীর ভিত্তিতে দোকান নেন। তারা মালিকের কাছে নিয়মিত ভাড়া পরিশোধব্যবসা করছিলেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে তার ছেলে কলিম উল্লাহজলিল টাওয়ারনামে নতুন মার্কেটনির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণ করে চুক্তি করেন। মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেওদীর্ঘ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন।

এতে অভিযোগ করা হয়, মার্কেটটির মালিক পুরাতন ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে অন্য ব্যবসায়িদের কাছে বেশীসালামীতে ভাড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। নিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন ভাড়াটিয়াদের মালিক হয়রানি করছেন।

এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পুরাতন ভাড়াটিয়াদের কাছে চুক্তি মতে দোকান বুঝিয়ে না দিলে কক্সবাজার শহরের সবধরণেরব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘটের মাধ্যমে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দোকান মালিক সমিতি ফেডারেশন কক্সবাজার জেলাশাখার সভাপতি পৌর কাউন্সিলর মাহাবুবর রহমান।

প্রসঙ্গতঃ দাবি আদায়ে রোববার  জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। আগামীকালসোমবার  জলিল টাওয়ারের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতেকক্সবাজার শহরে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠানে ধর্শঘটের ঘোষণা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।