১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

কক্সবাজারে ৩৬ লাখ টাকা রাজস্ব আদায়

1478356652-11478356652-1কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা শনিবার সমাপ্ত হয়েছে। মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ৩৬ লাখ টাকা। ২ নভেম্বর মেলা শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হওয়া মেলায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে সেবা গ্রহণকারীরা।

কর অঞ্চল চট্টগ্রাম-৪-এর অতিরিক্ত কর কমিশনার মো. মফিজ উল্লাহ জানান, কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ৩৬ লাখ টাকা। সেবা গ্রহণকারীর সংখ্যা ১০ হাজার। আয়কর রিটার্ন করেছেন ১১০০। নতুন টিএন গ্রহণ করেছেন ২২১ জন।

তিনি আরো জানান, বিগত দুই বছরের তুলনায় মেলায় অংশগ্রহণকারী ও কর প্রদানকারীর সংখ্যা এবং রাজস্ব আদায় বেড়েছে।

২০১৪ সালে ৩৩৫টি রিটার্ন জমার বিপরীতে আদায় ছিল ১৪ লাখ ২৭ হাজার ৩০৫ টাকা আর ২০১৫ সালের মেলায় ৬৯৮টি রিটার্নের বিপরীতে আদায় ছিল ২৭ লাখ ৫৮ হাজার ৬৬৮ টাকা। এবার রিটার্ন জমা পড়েছে প্রায় ১ হাজার ১০০ আর আদায় রয়েছে ৩৬ লাখ টাকা।

মো. মফিজ উল্লাহর মতে, রাজস্ব প্রদানে সচেতনতা বাড়ায় দিন দিন করদাতার সংখ্যা বাড়ছে। আরো জনসচেতনতা বাড়ানো গেলে রাজস্ব আদায়ও বাড়বে বলে আশা করছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।