ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি ২০০৭ সালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ২০০ যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
অন্যদিকে টেকনাফের সাবরাং থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।
এরা হলো টেকনাফের সাবরাং এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), মৃত হোসেন মিয়ার ছেলে মোহাম্মদ আমিন (৩৫), মৃত ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩২) ও নুর আহমদের ছেলে ছৈয়দ আহমদ (২৬)।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তারা পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে উখিয়া থানা পুলিশ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে মৃত নজির আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩০) ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে নুরুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম উদ্দিনকে (৩২) গ্রেফার করেছে পুলিশ।
উখিয়ার থানা পুলিশের পরিদর্শক (ওসি) জহিরুল ইসলাম খান জানান, এই দুজনের বিরুদ্ধে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।