নিজস্ব প্রতিবেদকঃ ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে টেকনাফ স্থলবন্দরে আসা বাণিজ্যিক জাহাজ থেকে এক বস্তা অবৈধ বিদেশি মদ জব্দ সহ দুজন কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের সদস্যরা। আটককৃতরা মাদক কারবারিরা হলো মিয়ানমারের নাগরিক পাইপুতুন (৩৭) ও টেকনাফ সদরের কেরুনতলী এলাকার মো. ইসলামের ছেলে মো. কামাল হোসেন (৩০)।
অভিযান পাওয়া বস্তায় ছিল বিপূল পরিমাণ বিদেশী বিয়ার ও হুইস্কিস। এসব মাদক সিজি ষ্টেশনে এনে গণনা করে ৮শ ৬৪ ক্যান বিয়ার এবং ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কিও বোতল পাওয়া যায়।
এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্দামান্ড গোল্ড বিয়ার ও হুইস্কি ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। এবং বানিজ্যিক জাহাজটি জব্দ সহ দুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী, জব্দকৃত জাহাজ ও ফোন টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।