কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পাহাড়তলী বড়ুয়াপাড়ার প্রয়াত খীরেন্দ্র বড়ুয়ার সহধর্মিনী, উ-কোসল্লা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক খোকন বড়ুয়ার মাতা বসুমতি বড়ুয়া আর নেই (অনিচ্চা বতা সাংখারা…… )।
২মার্চ সোমবার বেলা ২.৩০ মিনিটের সময় তিনি পশ্চিম পাহাড়তলী বড়ুয়াপাড়া নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বসুমতি বড়ুয়ার বয়স ছিল ৮৫ বছর।
মৃত্যুকালে বসুমতি বড়ুয়া ৩ ছেলে, ৪মেয়ে ও অসংখ্য নাতি নাতনি, আত্বীয়স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে যান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।