১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সাবাজারে ভ্রমণকন্যার জেন্ডার ইক্যুইটি এন্ড এমপাওয়ারমেন্ট (GEEP) প্রোগ্রাম অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

ট্রাভেলেটস অফ বাংলাদেশ – ভ্রমণকন্যার অন্যতম প্রকল্প নারীর চোখে বাংলাদেশের বর্ধিত কার্যক্রম গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে “Gender Equity and Empowerment Program” শিরোনামে উদ্বোধন হয়েছে। এটি ভ্রমণকন্যার একটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম প্রকল্প। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রীর সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও মাসিক,পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে কথা বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিটাগং জোনের কো জোন লিডার তুনাজ্জিনা তানমু, স্থানীয় ভলান্টিয়ার আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল ফয়সাল,ফায়সাল সাফি,নিমরা মোস্তফা। অনুষ্ঠানটিতে ছেলে ও মেয়ে উভয়ের সাথে ছেলে ও মেয়ে উভয়ের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে সচেতনতা মুলক ওয়ার্কশপ করানো হয়। ওয়ার্কশটির মূল উদ্দেশ্য ছেলেরাও যেনো সমাজের প্রচলিত জড়তা থেকে বেরিয়ে আসতে পারে। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা স্থানীয় নেতা-কর্মী।

অনলাইন প্ল্যাটফর্মে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। অতিথিহিসাবে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, একইসাথে যুক্ত ছিলেন ৬৪ জেলার শিক্ষা অফিসার।

ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যার সভাপতি ডা: সাকিয়া হক বলেন,২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ২০১৯ সালের ৫ মে পর্যন্ত “নারীর চোখে বাংলাদেশ” প্রজেক্টের কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে আমরা বাংলাদেশের ৬৪ জেলাতে স্কুটিতে করে ভ্রমণের পাশাপাশি ৬৪টি স্কুলে ২৩ হাজারেরও বেশি সংখ্যক স্কুলগামী মেয়েদের সাথে আমরা ওয়ার্কশপ করেছি। তাদের জানিয়েছি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, আত্মরক্ষা কৌশল এবং খাদ্য-পুষ্টির মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এবারের বর্ধিত কার্যক্রমে এই বিষয়গুলোর সাথে আমরা যুক্ত করেছি বাল্যবিবাহ, মাদক, সড়ক নিরাপত্তার মতো অতীব প্রয়োজনীয় বিষয়সমূহ”

ইতোমধ্যে প্রকল্পটির কর্মসূচী যাত্রার শুরু থেকে সারাদেশব্যাপী ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। কাজের স্বীকৃতি হিসাবে দেশে-বিদেশে বিশেষভাবে পুরষ্কৃত হয়৷ তার মধ্যে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮” “জাফিগো অ্যাওয়ার্ড ২০১৮ (মালয়েশিয়া)”, “ইয়ুথ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯, চেঞ্জমেকার প্রোগ্রাম ২০১৯ (চীন)”, “দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২০ (যুক্তরাজ্য)’ অন্যতম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।