নিজস্ব প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস জয় করেছেন কক্সবাজারের টেকনাফ থানার উপ-পরিদর্শক ও ছয়জন কনস্টেবলসহ ৭ পুলিশ সদস্য। করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া টেকনাফের এই ৭ পুলিশ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ। সোমবার রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানায়, টেকনাফে পুলিশে কর্মরত সদস্যরা বিভিন্ন সময়ে সরকারি দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হোম আইসোলেশন থাকার পর সুস্থ হয়ে টেকনাফ থানায় স্ব-কর্মস্থলে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে আরও পাঁচজন আইসোলেশনে আছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন তাদের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ উপজেলায় কর্মরত ১২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিল। এর মধ্যে সাতজন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি পাঁচজন এখনো আইসোলেশনে আছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।