২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কলম্বিয়ায় ব্রাজিলের ফুটবলারসহ নিহত ৭৬

1480419522
ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ব্রাজিলের ফুটবলারসহ ৮১ জন যাত্রী (৭২ জন যাত্রী ও ৯ ক্রু) নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পথে বিধ্বস্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পুলিশ ও কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসে জেরার্ডো অ্যাসেভেডোর বরাত দিয়ে খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে একজন মারা যায়। এর আগে ৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত ৫ জনের মধ্যে তিনজন খেলোয়াড় বলেও জানিয়েছেন অ্যাসেভেডো। তিনি আরো জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ব্রাজিলিয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানে করে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নিতে যাচ্ছিলেন ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা। কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে বুধবার খেলায় অংশ নেয়ার কথা ছিল দলটির। তবে ওই দলের সঙ্গে ম্যাচ কভার করার জন্য ২১ জন সাংবাদিক ছিলো বলে জানিয়েছে ব্রাজিলিয় গণমাধ্যম।
ফেডেরিকো গুটিয়েরেজ ব্লু রেডিওকে জানিয়েছেন, এতজন আরোহীকে নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা সত্যিই খুব দুঃখজনক। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি জরুরি অবতরণের কথা থাকলেও তার আগেই এটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বিধ্বস্তের সঠিক কারণ এখনো জানা যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।