চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বিভিন্ন হেফজখানা ও এতিমখানার এতিমদের জন্য কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিনের নিজস্ব তহবিল হতে ২১ ডিসেম্বর সকালে এ শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন তরুন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন। অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন দৈনিক যায়যায়দিন লোহাগাড়া প্রতিনিধি মাওলানা আবদুল জব্বার ফিরোজ সহ এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এলাকার অসহায়, হত দরিদ্র ও এতিমদের কল্যাণের জন্য আর্থিকভাবে সহযোগিতা করতে পারলে নিজেকে খুব বেশী গর্ববোধ মনে করি। তিনি এলাকার সর্বস্হরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।