নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার কলাতলী হোটেল মোটেল জোনে বাতিলকৃত প্লটে স্থাপনা নির্মাণের সময় উচ্ছেদ করেছে প্রশাসন। প্রশাসনের কোনো ধরণের অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণের সময় গতকাল মঙ্গলবার দুপুরে উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজার সদর ভূমি অফিসের তহসিলদার আবুল হোসেন ও সহকারি তহসিলদার ছৈয়দ নুর বাতিলকৃত ৩০ নং প্লটে স্থাপনা নির্মাণে বাধা দেয় হবে জানা গেছে।
সূত্রে জানা গেছে- হোটেল মোটেল জোন এলাকায় কলাতলী মোড়ের পাশে অন্য প্লটের মতো ৩০ নং প্লটটিও বাতিল করা হয়েছে। সৈকত সুন্দরবন লিমিডেটের পক্ষে আবু ইউসুফ মো. আব্দুল্লাহ নামে একব্যক্তি এই প্লট ছিল। কিন্তু প্লটটি বাতিল করা হয়েছে। গত কয়েকদিন ধরে এই বাতিলকৃত প্লটে স্থাপনা নির্মাণ শুরু হয়। বাতিলকৃত প্লটে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।