২১ জানুয়ারি, ২০২৫ | ৭ মাঘ, ১৪৩১ | ২০ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কলেজ গেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

???????????????????????????????

অবশেষে কক্সবাজার সরকারি কলেজের অবৈধ দখলে থাকা জমি উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সকালে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তবে গেইটের অপরাপর জমি উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবি দ্রুত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কলেজের জমি দখলমুক্ত করা হউক। অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার জানান, শিক্ষা প্রতিষ্টানসহ সরকারি কোন জমি অবৈধ দখলে থাকতে পারবেনা। কলেজের গেইটে ৬টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় সদর উপজেলা ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ শাহেদ এবং পুলিশের এসআই কামরুজ্জামানসহ বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ প্রশাসনকে সহায়তা করে।
জানা যায়, কক্সবাজার সরকারি কলেজের বিভিন্ন জায়গা অবৈধ দখলে নিয়েছিল ভূমি দস্যুরা। এসব জমি উদ্ধার করতে কলেজ প্রশাসন এবং শিক্ষার্থী এবং সচেতন মহলের পক্ষ থেকে দখল হওয়া এসব জমি উদ্ধারের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ কলেজ শিক্ষার্থীরা গত ৮ এপ্রিল জেলা প্রশাসক বারবর স্বারকলিপি প্রদান করা হয়। তাদের দাবির প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাবেক শিবির নেতা রফিকুল ইসলাম বাহাদুর দীর্ঘদিন কলেজ গেইটের এসব জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল। কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল জানান, শুধু কয়েকটি দোকান উচেছদ করলে হবেনা। কলেজের সকল অবৈধ দখলে থাক জমি উচ্ছেদ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।