২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কল্পকাহিনী না সাজিয়ে অবিলম্বে সালাহউদ্দিনকে ফেরত দিন

Cox dist BNP 03.04.15-1
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে গতকাল শুক্রবার বিকালে কক্সবাজার পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, বিএনপির প্রাণপুরুষ সালাহউদ্দিন আহমদকে অবৈধভাবে আটক করে কল্পকাহিনী সাজাচ্ছে সরকার। কিন্তু এসব কল্পকাহিনী মিডিয়ার মুখরোচক গল্প হিসাবে প্রচারণা পেলেও জনগণের কাছে কোন গ্রহণযোগ্যতা পায়নি।
তারা সরকারের উপর মহলের এসব প্রচারণা বন্ধ করে অবিলম্বে সালাহউদ্দিনকে ফেরত দেয়ার দাবী জানান।
সালাহউদ্দিনকে আটকের ২৫ দিনেও তাকে জনসম্মুখে হাজির করতে না পারা দেশের আইন কানুন, মানবাধিকার ও সংবিধানের লঙ্ঘন মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতাদ্বয় আরো বলেন, এই ঘটনার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরকারের পদত্যাগ করা উচিৎ।
এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়তেই থাকবে বলে মনে করেন তারা।
গতকাল শুক্রবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।
বিক্ষোভ সমাবেশের আগে শহরের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে জড়ো হয় বিএনপি নেতারা। এসময় যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশ শেষে বিএনপি কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে ফিরে এসে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বúœা, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, পৌর বিএনপির সহ-সভাপতি এস্তাফিজুর রহমান, আবুল কাশেম ও জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সানাউল্লাহ আবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন, জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি রাশেদুল হক রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার রোমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরউদ্দিন মনির, সদর যুবদলের আহবায়ক ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, জেলা কৃষক দল নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবীন, জাহেদুল ইসলাম রিটন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী পারভেজ, সদর যুবদলের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন, রফিকুল ইসলাম মিয়াজী, মিজানুর রহমান বাবুল, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন রিপন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন টিপু, পৌর বিএনপি নেতা ফকির আহমদ, আবদুল গফুর, শাহাবউদ্দিন চৌধুরী, আমানউল্লাহ বাহাদুর, নুরুল কবির, কামালউদ্দিন, শামসুল আলম, সাবের আহমদ, শরাফতউল্লাহ বাবুল, আবছার কামাল বাদশা,   আবদুল খালেক, মাস্টার নুরুল আলম, নিয়াজউদ্দিন বাবুল, এডভোকেট ফিরোজুল আলম, নাজিমউদ্দিন, ওসমান গণি পুতু, এমএ সোবহান, মোহাম্মদ নুরুদ্দিন কোম্পানী, নুরুল আমিন, শাহআলম, ছোটন পাল, সিকান্দর বাদশা, নুরুল  আলম, আমিনউল্লাহ, মাওলানা নুরুল আলম, হারুনুর রশীদ, আনোয়ার কামাল, জসিমউদ্দিন চৌধুরী, রুহুল আমিন, হাবিবউল্লাহ, আয়ূব আলী, মোহাম্মদ লালু, মীর কাশেম বাদশা, মোহাম্মদ আলম, শহর যুবদল নেতা মশিউর রহমান জুয়েল, হেলালউদ্দিন, দোলন ধর, সজিব, হাশেম, রাফায়েত, সুমন, আবুল ফজল, সাহেদুল ইসলাম রানা, হোসাইনুল ইসলাম বাহাদুর, জয়নাল, হামিদ, শহর স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা নাছিরউদ্দিন বাচ্চু, আবছার কামাল, আবদুল মালেক, মনিরউদ্দিন, জরীপ আলী, আবছার, মোর্শেদ আলম, পৌর শ্রমিক দল সভাপতি এস্তাক আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক দল নেতা খায়রুল আমিন, আলমগীর হোসেন, জসিমউদ্দিন, মোহাম্মদ কালু, মোহাম্মদ আলী, নুরুল হুদা, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান রাজিব, কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ওসমান সরওয়ার রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচএম রায়হানউদ্দিন ও প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর বিএনপি নেতা আবদুর রহিম বাবুল। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাস্তুহারা দলের জেলা, পৌর ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।