১৮৭৪ সালে প্রতিষ্ঠিত দেশের সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) ‘র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর। ১৪২ বছরের বিদ্যালয় ইতিহাসে এমন আয়োজন আর হয়নি। এতো দীর্ঘ পথ চলায় সেই দুঃখ ঘোচাতে একত্রিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্ররা। আড়ম্বরপূর্ণ ওই আয়োজনের শ্লোগান দেওয়া হয়েছে “শতবর্ষের কোলাহলে একসাথে সকলে”। এদিকে পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ ৫ ডিসেম্বর। ইতিহাসের সাক্ষি হতে তাই সকল প্রাক্তনদের আহবান জানানো হয়েছে। শেষদিনে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সরাসরি রেজিস্ট্রেশন চলবে স্কুল প্রাঙ্গনে পুনর্মিলনী অস্থায়ী কার্যালয়ে ও কক্সবাজার টেকপাড়ার হোসেন ব্রাদার্সে। এছাড়াও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
কসউবি পুনর্মিলনী আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কক্সবাজার, দৈনিক আজকের কক্সবাজার, কক্সবাজার নিউজ ডটকম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।