২৩ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ | ২২ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

কস্তরাঘাট এলাকায় ‘পুলিশের জলযান’ স্টেশনের নামে জমি দখল

cR2
কক্সবাজার শহরের কস্তরাঘাট এলাকায় ‘পুলিশের জলযান’ স্টেশনের নামে কক্সবাজার পৌর সভার বিশাল জমি দখল করে নিয়েছে নারায়ন নামের পুলিশের এক কনস্টেবল। রাত দিন দখর প্রক্রিয়া অব্যাহত রেখেছে ওই পুলিশ কনেস্টবল। এমনকি পুলিশের নামে দখলকৃত জায়গাতে পুকুর খনন করে মাছ চাষ করে আসছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, কক্সবাজার শহরের কস্তুরাঘাটে প্যারাবন নিধন করে পৌরসভার জমিতে দোকান নির্মাণ করছে নারায়ন নামের পুলিশের এক কনস্টেবল। তিনি দীর্ঘদিন ধরে সেখানে বিশাল এলাকা দখল করে আছেন। গভীর রাতে সেখানে দোকান নির্মাণ শুরু করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, নারায়ন নামের ওই কনষ্টেবল সেখানে রাতের আধারে মাদক বিক্রি ও সেবনের সাথেও জড়িত।
এলাকাবাসী দোকান নির্মাণ বন্ধে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে নারায়ন বলেছেন তিনি দোকান নয়, থাকার জন্য ঘর তৈরী করছেন।
দীর্ঘদিন ধরে পুলিশ কনেস্টবল নারায়ন জমি দখল করে ভোগ দখল করে আসলেও স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত কয়েক দিন আগে ‘পুলিশের জলযান’ স্টেশনের নামে একটি সাইনবোর্ট টাঙ্গিয়ে দেয়া হয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই অবগত নয় বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও প্রকাশ, উক্ত জমি লিজ নেয়ার জন্য পুলিশ সদস্য নারায়ন নিজস্ব ভাবে একটি আবেদন করেছে জেলা প্রশাসন বরাবর।
এই প্রসঙ্গে কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল জানিয়েছেন, শহরের কস্তরাঘাট এলাকায় পৌর সভার একটি জমি দখল করার খবর শুনেছি। খোঁজ খবর নিয়ে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।