পিরোজপুরের কাউখালী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন হয়েছে। কাউখালী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারন সভায় ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে মোঃ তারিকুল ইসলাম পান্নু (সংগ্রাম) সভাপতি ও সৈয়দ বশির আহম্মেদ (ভোরের পাতা, আঞ্চলিক ভোরের অঙ্গীকার ও অনলাইন সময়ের কন্ঠস্বর) সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ সভাপতি মোঃ হাফেজ মাছুম বিল্লাহ (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন (বাংলাদেশ সময়), সাংগঠনিক সম্পাদক এজেডএম ছায়ফুল্লাহ মনির (দিনকাল), সিনিয়র সদস্য মোঃ নজরুল (সমকাল আঞ্চলিক প্রতিনিধ), সদস্য দেবদাস মজুমদার (কালেরকন্ঠ আঞ্চলিক প্রতিনিধি), সদস্য মোঃ রিয়াদ মাহমুদ (নয়াদিগন্ত), সদস্য নুরুলহুদা বাবু (ভোরের কাগজ), সদস্য কামরুজ্জামনা খান (মানব জমিন), সদস্য গাজী আনোয়ার (জনতা), সদস্য আনোয়ার হোসেন (অনলাইন বাংলাদেশের আলো ডটকম) ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।