২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার পৌরসভার প্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রথম মতবিনিময় সভায় মেয়র মুজিব

“কারো দ্বারা যেন সেবা প্রার্থীরা কষ্ট না পায়, ভাল কাজ করুন-পুরস্কার পাবেন”

সংবাদ বিজ্ঞপ্তিঃ “বেশি কথা নয়, বেশি কাজ চাই” কারন কথায় নয় আমি ভাল কাজকেই বিশ্বাস করি সবসময়। যারা সততার সাথে ভাল কাজ করে তারা একদিন ভাল পুরস্কার পাবেন। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বপালনের ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম কিংবা দুর্ণীতি করেছেন এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে পুরস্কার নয়, তীরস্কার হিসেবে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভা সম্মেলন কক্ষে প্রশাসন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার সচিব রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, কর নির্ধারক খালেদ আবেদীন খোকন ও কর আদায়কারী আবদুল মাবুদ রাজনসহ প্রশাসন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সকল স্থরের দায়িত্বশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ মতামত শুনেন মেয়র মুজিবুর রহমান। এসময় মেয়র আরো বলেন, কক্সবাজার পৌরসভাকে দেশের সকল পৌরসভার চেয়ে আলাদা মডেল হিসেবে গড়ে তোলতে সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পরে পৌরসভা মিলনায়তনে সবার সাথে ফটোসেশনে মিলিত হন মেয়র।
এর আগে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) কক্সবাজার কর্তৃক আয়োজিত এম্পাওয়ার প্রকল্পের পরিচিতি ও দরিদ্র জনগোষ্ঠির ক্ষুদ্র উদ্যোক্তারদের মধ্যে ব্যবসায়ীক সহায়তা প্রদান করেন মেয়র মুজিবুর রহমান।
এতে উপস্থিত ছিলেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সজল কুমার সাহা, ইনফাস্ট্রাকচার ম্যানেজার জিয়াউল লতিফ, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. শামীম আল মামুন, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার সচিব রাসেল চৌধুরীসহ সকল কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠান শেষে কক্সবাজার পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠির ক্ষুদ্র উদ্যোক্তারদের মধ্যে ব্যবসায়ীক সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে ৫৬ জনকে উদ্যোক্তারদের মাঝে সেলাই মিশনসহ কাপড় বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।