তরুন গবেষক, কবি সাংবাদিক কালাম আজাদ এর প্রথম গবেষণাগ্রন্থ ‘ভাষা আন্দোলনে কক্সবাজার’ এখন বাজারে। তৃতীয় চোখ প্রকাশনা থেকে একুশে বই মেলায় প্রকাশিত কালাম আজাদ এর এ গ্রন্থে ১৯৪৭-১৯৫২ সাল পর্যন্ত রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে আন্দোলন সংঘটিত হয়েছে, জাতীয় প্রেক্ষাপটের পাশাপাশি কক্সবাজারের চিত্র তুলে ধরা হয়েছে। এ বইটি পাওয়া যাচ্ছে ঢাকার পড়–য়া, গদ্যপদ্য, চট্টগ্রামের বাতিঘর, কক্সবাজারের রক্ষিত মার্কেটের রক্ষিত পুস্তাকালয়, টেকনাফের নাফ পেপার বিতানে পাওয়া যাচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।