২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কুমিল্লা সিটিতে নির্বাচিত কাউন্সিলররা

সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। ২ কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় সাধারণ ওয়ার্ডে ২ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ২ কাউন্সিলরের ফলাফল ঝুলে রয়েছে।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১২টি, বিএনপির ৭টি, জামায়াতের ৩টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টিতে বিজয় লাভ করেছেন।

স্থগিত ২টি ওয়ার্ডের ১টিতে আওয়ামী লীগ এবং ১টিতে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন। অপরদিকে সংরক্ষিত নারী ওয়ার্ডে আওয়ামী লীগের ৪, বিএনপির ২, স্বতন্ত্র ১ এবং ২টি ওয়ার্ডে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, ১নং সাধারণ ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ৪নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের আবির আহমেদ ফটু, ৬নং ওয়ার্ডে জামায়াতের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মো. শাহআলম খান, ৮নং ওয়ার্ডে জামায়াতের সাবেক কাউন্সিলর মোহাম্মদ একরাম হোসেন।

৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, ১০নং ওয়ার্ডে স্বতন্ত্র মনজুর কাদের মনি, ১১নং ওয়ার্ডের আওয়ামী লীগের হাবিবুর আল আমিন সাদী, ১২নং ওয়ার্ডে বিএনপির ইমরান বাচ্চু, ১৩ নং ওয়ার্ডে বিএনপির সাবেক কাউন্সিলর শাখাওয়াত উল্লাহ, ১৪নং ওয়ার্ডে বিএনপির সাবেক কাউন্সিলর সেলিম খান, ১৫নং ওয়ার্ডে বিএনপির সাইফুল বিন জলিল, ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম বাবুল ওরফে মুহুরী বাবুল, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সৈয়দ মো. সোহেল, ১৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের আফসান মিয়া, ১৯নং ওয়ার্ডে বিএনপি সাবেক কাউন্সিলর জাকির হোসেন।

২০নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী ছিদ্দিকুর রহমান সুরুজ, ২১ নং ওয়ার্ডে (স্থগিত) এগিয়ে বিএনপির কাজী মাহবুবুর রহমান, ২২ নং ওয়ার্ডে বিএনপির শাহআলম মজুমদার, ২৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী ফজল খান, ২৫নং ওয়ার্ডে স্বতন্ত্র এমদাদুল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আব্দুছ ছাত্তার, ২৭ নম্বর (স্থগিত) এগিয়ে আওয়ামী লীগের আবুল হাসান।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন, ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের কাউছারা বেগম, ২নং ওয়ার্ডে স্বতন্ত্র নাদিয়া নাসরিন, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের উম্মে কুলসুম, ৪নং ওয়ার্ডে বিএনপির রুমা আক্তার, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের নূরজাহান আলম পুতুল, ৬নং ওয়ার্ডে বিএনপির নেহার বেগম, ৭নং ওয়ার্ডে ফলাফল স্থগিত, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের খোদেজা বেগম এবং ৯নং ওয়ার্ডে ফলাফল স্থগিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।