কক্সবাজার সদর-১ আসনের এমপি আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন, গ্রামাঞ্চলে শহর মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যদি এ ধারা অব্যাহত রাখা যায় তাহলে অচিরেই কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালটি এতদঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র বর্ষাস্থলে পরিণত হবে। তিনি শুক্রবার দুপুরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল পরির্দশনকালে উপরোক্ত কথা বলেন। এসময় হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক মো. ওসমান আলী,ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, ডাইরেক্টর নাছির উদ্দিন, রাশেদুল আলম ও সমাজ সেবক জাহাঙ্গীর আলমসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।