১৮ নভেম্বর, ২০২৪ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১১০ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শিক্ষাসামগ্রী তুলে দিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক :

কক্সবাজারের চকরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চারটি এলাকা যথাক্রমে হারবাং, সুরাজপুর-মানিকপুর, বমু বিলছড়ি ও পৌরসভার কাহারিয়া ঘোনার ১১০ জন শিক্ষার্থীর মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১১ জুন) দুপুরে এই উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়ত মোহনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। মাষ্টার মং আইয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।

প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এসব শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত দপ্তর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চকরিয়া কার্যালয়ের প্রধান সহকারি উত্তম নন্দী জানান- ২০২২-২৩ অর্থবছরে চতুর্থ কিস্তির আওতায় ১ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে উপজেলার চারটি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ১১০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তন্মধ্যে ১০জন ছাত্রীকে দেওয়া হয়েছে উন্নতমানের ১০টি বাইসাইকেল। এছাড়াও ১০০ শিক্ষার্থীর মাঝে দেওয়া হয় খাতা, জ্যামিতি বাক্স, পেন্সিল, কলম, স্কুল ব্যাগ ও ছাতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।