২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

খালেদার প্রচারণা নিয়ে দুই মেয়র প্রার্থীকে ইসির সতর্কতা

 Untitled-1

 


এনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে রাস্তা বন্ধ করে প্রচারণা না চালানোর জন্য দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিকেলে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এ চিঠি দেন। একই ধরনের চিঠি উত্তরের রিটার্নিং অফিসার মো. শাহ আলমও তাবিথ আউয়ালকে দিয়েছেন। রিটার্নিং অফিসারদের স্টাফ অফিসার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার মো. নওয়াবুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘খালেদা জিয়া বরাবর চিঠি দেওয়া হয়নি। তবে যে প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন তার কাছে সতর্ক করে ও আচরণবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর সিটির রিটার্নিং অফিসার তাবিথ আউয়ালকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বলে তার স্টাফ অফিসার মো. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল (মঙ্গলবার) ফকিরাপুল এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণার সময় অনেক লোকজন ও গাড়িবহর ছিল। যার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

আচরণ বিধিতে বলা হয়েছে, ‘নির্বাচনের উদ্দেশে পথসভা ও ঘরোয়াসভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এ রূপ সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করতে পারবেন না বা এ উদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করতে পারবে না।’

কেউ আচরণিবিধি লঙ্ঘন করলে ইসি ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। ইসি চাইলে প্রার্থিতা বাতিল করতে করতে পারে।

টানা পঞ্চম দিনের মতো বুধবারও প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া। নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার হামলা ও বাধার সম্মুখীন হয়েছেন। বুধবারও তার গাড়িবহর বাংলামোটরে হামলার মুখে পড়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।