২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

খুটাখালী ৯ নং ওয়ার্ড যুবদলের সম্মেলন সম্পন্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার খুটাখালী শাখাকে আরো গতিশীল ও সাবেক যোগাযোগ মন্ত্রি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করনের লক্ষ্যে ৯ নং ওয়ার্ড যুবদলের সম্মেলণ ও কাউন্সিল শুক্রবার স্থানীয় ফুলছড়ি নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম। ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাছির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলে উদ্ভোধক ছিলেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিসুর রহমান। এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাফর আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সদস্য সচিব আধ্যাপক মো: ইদ্রীস। বিশেষ অতিথিদের মধ্যে ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ডা; শফিউল আলম, ইউনিয়ন যুবদল সিনিয়র সদস্য কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ফখরুল ইসলাম ও ছাত্রদল সভাপতি শীষ মোহাম্মদ রাশেল বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন ৯ নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি নির্বাচিত হয়। তারা হলেন জাহাঙ্গীর আলম সভাপতি, শফিউল আলম শফি সাধারণ সম্পাদক ও তৌহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।