২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

খুরুস্কুলে সহপাঠীর লাঠির আঘাতে নিহত ১

 


কক্সবাজার সদরের খুরুস্কুলে সহপাঠীর লাঠির আঘাতে নিহত হয়েছে সাইফুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার বেলা ৩টার দিকে পটিয়ায় তার মৃত্যু হয়। সে খুরুস্কুল রুহুল্যারডেইল এলাকার নুরুল ইসলামের পুত্র ও খুরুস্কুল উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র। এঘটনায় ঘাতকের মাকে আটক করেছে পুলিশ।
খুরুস্কুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, তিন মাস আগে নিহত সাইফুল ইসলাম ও তার সহপাঠী আরিফ হোসেনের বাগবিতন্ডা হয়। এই ঘটনার জের ধরে রোববার বেলা ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে ইউনিয়নের ফকির পাড়ায় সাইফুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আরিফ হোসেন। এতে গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। ওইদিন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক আরিফ হোসেন ইউনিয়নের ফকিরপাড়ার আনোয়ার হোসেন মাঝির পুত্র।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি (পরিদর্শক) মাইন উদ্দীন জানান, এ ঘটনায় ঘাতক আরিফ হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার মা শানু বেগম আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।