২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘খেলাধুলার মধ্য দিয়ে জঙ্গিবাদ ও মাদককে প্রতিহত করার আহবান’

15
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় সম্পৃক্ত থেকে জঙ্গিবাদ ও মাদক নামের ক্যানসার প্রতিহত করার আহবান জানিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আইন বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক নাঈম আলিমুল হায়দার। বুধবার ২৩ নভেম্বর সকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ল প্রিমিয়ার লীগ (এলপিএল) ক্রিকেট ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এ খেলাটি তরুণ প্রজন্মের কাছে খুবই উপভোগ্য। খেলা মানুষকে শৃঙ্খলা শেখায়। ক্রিকেটের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের পরিচিতি ও সুনাম বহুগুণে বেড়েছে। বিশেষ করে তরুণ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদক নামের ক্যানসার ও জঙ্গিবাদ থেকে অবশ্যই রেহায় পাওয়া সম্ভব।
আইন বিভাগের উদ্যোগে আয়োজিত এই টুর্ণামেন্টে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮৪জন খেলোয়াড় ছয়টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। আইন বিভাগ প্রধানের পাশাপাশি শিক্ষক মোঃ জিয়াউল হক, মিনহাজ উদ্দিন, মাইসোমা সুলতানা ও সায়িদা তালুকদার রাহি এ ছয়টি দলের কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী খেলায় নাঈম এ দল জিয়া এফ দলকে ১১ রানের ব্যবধানে হারিয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাশেদ। দিনের অন্য খেলায় নাঈম বি দল মাইসোমা সি দলকে ৩ ইউকেটের ব্যবধানে পরাস্ত করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছে মঈন উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।