বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তার (খালেদা) সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ তার (সালাহ উদ্দিন আহমেদ) সাথে কথা হয়েছে।’
‘ভারতের কোনো এক রাজ্যে তিনি আছেন। আমার সঙ্গে ফোনে তার কথা হয়েছে।’ যোগ করেন হাসিনা। এর পরপরই তিনি কালো রঙের একটি গাড়িতে করে ওই এলাকা ছেড়ে যান।
একটি সূত্র দ্য রিপোর্টকে জানায়, খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দুপুর সোয়া ১২টার দিকে হাসিনা আহমেদ পৌঁছান। এরপর সেখানে অবস্থানকালীন সময়ে খালেদা জিয়ার সঙ্গে মোবাইলে কথা বলেন সালাহ উদ্দিন আহমেদ। ভারতের নাগাল্যান্ডের একটি হাসপাতাল থেকে সালাহ উদ্দিন কথা বলেন।
এদিকে দুপুর পৌনে ৩টার দিকে গুলশান-২এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের পাস্তুরহিল এলাকার মিম হ্যানস মেন্টাল হাসপাতালে আছেন সালাহ উদ্দিন। তিনি সুস্থ আছেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসিনা আহমেদ বলেন, তাকে (সালাহ উদ্দিন) দেশে আনার জন্য ভিসা প্রসেসিংয়ে সরকারের সহযোগিতা চাই।
হাসিনা আহমেদ আরও জানান, দুপুর ১২টার দিকে মিম হ্যানস হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সালাহ উদ্দিনের বিষয়টি জানায়। এরপর সালাহ উদ্দিনের সঙ্গে তার (হাসিনা আহমেদ) কথা হয়। তিনি এ খবর জানানোর জন্য খালেদা জিয়ার বাসায় যান। খালেদা জিয়া তার (সালাহ উদ্দিন) সন্ধান পাওয়ার খবর জানার পর শুকরিয়া আদায় করেছেন।
প্রসঙ্গত গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।