১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২ | ১৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

গণতন্ত্র ও নির্বাচন একমাত্র সমাধান: ফখরুল

গণতন্ত্র ও নির্বাচন সব সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। তাহলেই কেবল সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। ইতিহাস সাক্ষী। জনগণের কাছে একদিন এর জবাব দিতে হবে।’

৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেওযা সম্পর্কে ফখরুল বলেন,‘ দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগ কাউন্সিল করে, এমন কি এরশাদের জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওযা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি পর থেকে এই পর্যন্ত ৭বার অনুমতি চেয়ে আমরা তা পাইনি।’

ভারত থেকে ১৮টি কুকুর আমদানি করা হয়েছে এমনটা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সীমান্ত পাহারা দেওয়ার জন্য ভারত থেকে প্রশিক্ষিত কুকুর আনা হয়েছে এটা ভাল কথা। কিন্তু সীমান্তে যখন প্রতিনিয়তই হত্যা হচ্ছে তখন এই সরকার কথা বলে না।’

বিএনপির শক্তিশালী সমর্থন রয়েছে এমন বক্তব্য দেয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান তিনি।

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে বলেন, ‘ আমি ভাল মন্দ বলতে চাই। ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করেছে যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধূরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।