১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

গত ২দিনে ৬ কোটি ৯৫ লক্ষ টাকার ইয়াবাসহ ১ মিয়ানমার নাগরিক আটক

Teknaf Pic-(A)-07-04-15
সীমান্ত জনপদ টেকনাফে বিজিবি জওয়ানেরা গত ২দিনে পৃথক অভিযান চালিয়ে ৬ কোটি ৯৫ লক্ষ ৭৯ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৩১ হাজার ৯শ ৩০পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।
বিজিবি সুত্র জানায়,৭ এপ্রিল সকাল ৯টায় টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার শামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় বিশেষ টহলদল নিয়ে নাইট্যংপাড়া সংলগ্ন বরফ কলের দক্ষিণ পার্শ্বে হ্যাচার খালের পাড়ে অভিযান চালিয়ে মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার আশিক্কা পাড়ার মৃত দিল মোহাম্মদের পুত্র মোঃ ইয়াসিন (২০) এর দেহ তল্লাশী করে ১হাজার ৯শ ৩০পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবা বড়ি ও ধৃত আসামীকে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আলীখালীস্থ লবণের মাঠ দিয়ে ইয়াবার একটি বিরাট চালান খালাসের খবর পেয়ে লেদা বিওপির কোম্পানী কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৬কোটি ৯০লক্ষ টাকা মূল্যের ২লাখ ৩০হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করে। এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি হ্নীলার ইয়াবা মওজুদের ঘাটি হিসেবে পরিচিত আলীখালীর চিহ্নিত ইয়াবা গডফাদারেরা এসব ইয়াবার চালান খালাস করে আসছে। বর্তমানে ইয়াবা বিরোধী অভিযান জোরদার থাকায় ইয়াবার আড়ত হিসেবে এই এলাকার পাহাড়ী টিলাকে ব্যবহার করে বৃহত্তর হ্নীলা-হোয়াইক্যংয়ের বিভিন্ন স্থানে ইয়াবার চালান সরবরাহ দিয়ে আসছে ‘আজাকা’ সিন্ডিকেট। তাদের অপকর্মের তথ্য সংবাদ মাধ্যমে না আসার জন্য একটি বিশেষ মহল জোর তৎপরতা শুরু করেছে বলে স্থানীয় সচেতন মহল আক্ষেপ করে বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।